জাতীয় মহিলা সংস্থা, মেহেরপুর জেলা কার্যালয়ের মাধ্যমে বিধবা, স্বামী পরিত্যাক্তা, অহসায়, দরিদ্র নারীদের বৃত্তিমূলক সেলাই ও এমব্রয়ডারী প্রশিক্ষনের মাধ্যমে সাবলম্বী করে গড়ে তোলা হচ্ছে।
প্রশিক্ষনের মেয়াদ: ৪ মাস
প্রতিব্যাচে ৩০ জন
প্রথম ব্যাচঃ (জানুয়ারী - এপ্রিল), দ্বিতীয় ব্যাচঃ ( মে - আগষ্ট), তৃতীয় ব্যাচঃ ( সেপ্টেম্বর - ডিসেম্বর)
জাতীয় মহিলা সংস্থা, মেহেরপুর জেলা কার্যালয় অত্র এলাকার গরীব ,দুঃস্থ, অসহায়, বিধবা ও প্রান্তিক মহিলাদের বিনা খরচে “নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প(২য় পর্যায়)” এর আওতায় “ব্লক-বাটিক ও স্ক্রীণ প্রিন্ট” প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষনের মেয়াদ: ৪ মাস
প্রতিব্যাচেঃ ৫০ জন
প্রথম ব্যাচঃ (জানুয়ারী - এপ্রিল), দ্বিতীয় ব্যাচঃ ( মে - আগষ্ট), তৃতীয় ব্যাচঃ ( সেপ্টেম্বর - ডিসেম্বর)
এছাড়াও আমাদের এখানে মহিলাদের “জেলা ভিত্তিক মহিলাদের কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প( ৬৪ জেলা)” নামে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স
চালু আছে।
প্রশিক্ষনের মেয়াদ: ৬ মাস
প্রতিব্যাচেঃ ৪৮ জন
প্রথম ব্যাচঃ (জানুয়ারী - জুন), দ্বিতীয় ব্যাচঃ ( জুলাই - ডিসেম্বর)
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS